আপনি হয়ত কোন অন্য ওয়েবসাইট থেকে খবর পেয়ে এখানে এসেছেন, বা আপনাকে কেউ হয়ত এই প্লাটফর্মের খবর দিয়েছে। যেভাবেই হোক, আপনি এইটা পড়ছেন। তার মানে এই যে,
- আপনি একজন ভাষা প্রেমী মানুষ
- খুব সম্ভবত আপনি একজন বাঙালি, আমার মতো
তাই অন্যান্য বাঙালি ভাষা-প্রেমীদেরও এই সুন্দর প্লাটফর্ম এ একটু পরিচয়ের নিশান দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র চেষ্টা, যাতে তারা এই ওয়েবসাইট থেকে নিজেদেরকে খুব বিচ্ছিন্ন মনে না করেন...
আচ্ছা ধরে নিলাম, আপনিও এখানে লেখালেখি করতে চান, হয়ত ইংরেজি, ফরাসি কিংবা জাপানিজ। যাই লিখুন, যেভাবেই লিখুন, কেউ না কেউ আপনার ছোট খাটো ভুলটি পর্যন্ত সংশোধন করে দিচ্ছে। আপনি শিখছেন, আগ্রহী হচ্ছেন এবং আরও নিয়মিত পোস্ট দেওয়ার চিন্তা করলেন। একদিন সার্চ করেও দেখলেন কোন বাংলা পোস্ট আছে কিনা। আর এভাবেই হয়ত এই পোস্ট টি আপনি দেখতে পেয়েছেন।
ধন্যবাদ। একটাই উৎসাহের কথা বলতে পারি, অবশ্যই বাংলাতেও এখানে পোস্ট করবেন। আমি তো আছিই, আপনার লেখা পরে কোন ভুল ধরা পরলে দেখিয়ে দিব। আমিও তো বাংলায় নিজেও খুব ভালো না, আপনিও আমার ভুল দেখিয়ে দিবেন। এইটুকু বলতে পারি, যারা এইখানে এসেছেন, তারা যথেষ্ট রিসার্চ/ ভালো সোর্স থেকেই আপনি এসেছেন। তাই অভিনন্দন !
[এইটা তাদের জন্য যারা বাংলায় টাইপ করতে জানেন না। অভ্র নামের একটা সফটওয়্যার ইন্সটল করুন যদি ডেস্কটপ এ থাকেন। আর মোবাইল এ গুগল কিবোর্ড এ সরাসরি বাংলা কিবোর্ড পাওয়া যায়।]
অনেক ধন্যবাদ পড়ার জন্য! আপনার ভাষার যাত্রা আনন্দময় হোক!
একজন ভাষা প্রেমী বাঙালি কে খুঁজে পেয়ে আমি খুবই আনন্দিত। অনেকদিন আগে দেখেছিলাম বাংলায় কোনো পোস্ট ছিল না। চেষ্টা থাকবে ভবিষ্যতে বাংলায় পোস্ট দেওয়ার। তখন আশা করি আপনাকে পাবো।😊
@W-DoubleYou-M জীবনের নানা ব্যাস্ততার জন্য নিজের শখের প্রতি সময় দেওয়া ভালো কঠিন হয়ে যায়, তাই এতদিন পর রিপ্লাই দিচ্ছি। আমিও একজন বাঙালিকে খুঁজে পেয়ে আনন্দিত! আশা করি পাশে হাজারো কাজের ভীরে মাঝে মাঝে এখানে এসে আপনার জাপানিজ চর্চা করে যাবেন!